এফসিপিএস পরীক্ষা ৩ জানুয়ারি থেকে শুরু

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা। আর শেষ হবে ৫ জানুয়ারি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত সূচিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার সূচিতে দেখা যায়, এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ২ জানুয়ারি।
সূচি অনুযায়ী, রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস প্রথমপত্র পরীক্ষা সোমবার (১ জানুয়ারি) এবং দ্বিতীয়পত্র মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর এফসিপিএস মিড টার্ম প্রথমপত্র সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১০টা ৪০ মিনিট এবং দ্বিতীয়পত্র মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com