আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টারের নামকরণ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে শাহাবাগে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারের নাম পরিবর্তন করা হয়েছে। কনভেনশন সেন্টারের নাম পরিবর্তন করে এখন থেকে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো, নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৪তম সভায় নিম্নরূপ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

এতে বলে হয়, ২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার ও ২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল এর নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারের পরিবর্তে জুলাই বিপ্লবের সৈনিক শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নামকরণের বিষয়টি অনুমোদন করা হলো।

ঢাকার হেয়ার রোডে বিএসএমএমইউর বর্ধিতাংশে এই কনভেনশন সেন্টার।

একই আদেশে বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল করার সিদ্ধান্তও বাতিল করার কথা বলা হয়েছে।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com