আজ থেকে আবারও ৪ ঘন্টার কর্মবিরতিতে নার্সরা

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
আজ মঙ্গলবার  থেকে আবারও ৪ ঘন্টার
কর্মবিরতি পালন করবেন নার্সরা। সরকারের আশ্বাসের পরও এক দাবি মেনে না নেওয়ায় এ কর্মবিরতিতে যাচ্ছেন বলে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
সোমবার  (৭ অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল নার্সিং এসোসিয়েশনের সসামনে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. মো. শরিফুল ইসলাম কর্মবিরতির বিষয়টি জানান।
ড.শরিফুল ইসলাম বলেন, এরআগে কর্মবিরতি চলাকালীন সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সংস্কার পরিষদের ৩ জন প্রতিনিধি আলোচনায় বসেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এক দফা দাবি বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেন। যার ফলে পূর্ব ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়। কিন্তু  ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কতৃক দুজন নার্সিং কর্মকর্তাকে পুর্ন দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। যা এক দফা এক দাবির পরিপন্থী।
তিনি বলেন, সকল স্তরের নার্সগন এই প্রজ্ঞাপন ঘৃনাভরে প্রক্যাখান করেছে। নার্স সমাজ সমাজ যথেষ্ট ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ন দায়িত্ব দিতে হবে। পুর্নাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর পালন করবে। এছাড়া  সারা দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুড় ১টা পর্যন্ত   বুধবার সকাল ৯টা থেকে দুপুড় ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে।

তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরী ও মুমুর্ষ রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরী স্কোয়াডে নিয়োজিত থাকবে।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) বুধবার (২ অক্টোবর) দুইদিন তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন নার্সরা। পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি পূরণের আশ্বাসে  বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com