সংঘর্ষে বুলেটবিদ্ধ রোগীকে সেবার অভিজ্ঞতা জানালেন চিকিৎসক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

 ‘আমার চোখের সামনে আমি দেখেছি, একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তাকে আমরা ঠিক মতো হাসপাতালেও নিয়ে যেতে পারিনি। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম।’

এভাবেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা প্রদানের অভিজ্ঞতা জানাচ্ছিলেন ডা. ইসরাত।

আজ শুক্রবার (২ আগস্ট) বেলা ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে এই অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুধু মত প্রকাশ করতে চেয়েছিলেন জানিয়ে ডা. ইসরাত বলেন, ‘একটা সাধারণ নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে। এত মানুষ মারা গেছে। একটা চার বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে কিসের স্বাধীনতা আমরা পেয়েছি?’

এ সময় তিনি আরও বলেন, ‘যে মানুষগুলো মারা গেছে তারা প্রত্যেকেই আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না। আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলোর মায়ের হাহাকার দেখে। আপনারা এর বিচার করেন। যে বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে ওদেরকে বের করেন।’

সমাবেশে অংশ নিয়ে অন্যান্য চিকিৎসকরা বলেন, প্রমাণ থাকুক না থাকুক মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। মোবাইল সার্চ করা হচ্ছে। এটি কোন আইনে আছে? কগনাইজ অফেন্স ছাড়া কোনো রকমের গ্রেপ্তার করা যাবে না। কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেপ্তার করতে আসেন। এর কারণ কী? এর ব্যাখ্যা কে দেবে?

তারা বলেন, ‘আমাদের যে সব শিক্ষক আমাদের পক্ষে কথা বলেছিলেন, তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ চিকিৎসকরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com