নির্বাচনে সংসদ সদস্য হলেন ১২ জন চিকিৎসক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ১২ চিকিৎসক। এদের মধ্যে ১১ জন জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর নির্বাচনে ১৬ জন চিকিৎসক অংশ নেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার রাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

যেসব চিকিৎসক নির্বাচিত হয়েছেন- ১. চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (আওয়ামী লীগ), ২. সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ (আওয়ামী লীগ), ৩. নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ), ৪. কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ) ও ৫. সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ)।৬. কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (আওয়ামী লীগ) ৭. বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ), ৮. যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন (আওয়ামী লীগ), ৯. নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামী লীগ), ১০. চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ), ১১. মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (আওয়ামী লীগ) ও ১২. কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। সোমবার (৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ নারী প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। এছাড়া জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬২ আসনে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com