সুস্থ মানুষ বছরে ৩ বার রক্ত দিতে পারেন: ডা. শারফুদ্দিন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ৬০ বছরের নিচে যেকোনো সুস্থ মানুষ বছরে ৩ বার রক্ত দিতে পারেন। এতে করে অনেক মানুষের জীবন বেঁচে যাবে।

শনিবার সকালে  বিএসএমএমইউতে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি এ সব বলেন।

 এর আগেব বিশ্ববিদ্যালয়ে  স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর  আয়োজন করা হয়।  কর্মসূচীর মধ্যে  সকালে  বিএসএমএমইউর  ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, ভোর সাড়ে ছয়টার সময় বি ব্লকের  বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন,  ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও  বিএসএমএমইউর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীসহ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরে কর্মরতদের অংশগ্রহণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিএসএমএমইউর  উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

কর্মসূচীতে অংশগ্রহণের সময় বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই উন্নত বাংলাদেশ বাস্তবায়ন হবে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তারিখ অনুযায়ী যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় সে জন্য স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের বিজয় চায়নি, সেই একই চক্র, একই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ৭ জানুযারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় না। নির্বাচন কমিশনের কর্মকান্ডে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে, আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠ হবে।

উপাচার্য বলেন,আজকের মহান বিজয় দিবসে আমাদেরকে শপথ নিতে হবে ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে রুখে দেয়ার। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বিএনপি জামাত চায় বাংলাদেশকে পিছিয়ে নিতে। বিএনপি জামাত চায় না দেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকুক। তাই পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল কোনো উন্নয়নই তাদের চোখে পড়ে না। এখন তারা যানবাহন ও মানুষ পুড়িয়ে হত্যার অপরাজনীতিতে মেতেছে। দেশবাসী আর বিএনপি জামাতের এই অপরাজনীতি দেখতে চায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবশ্যই সফল করতে হবে।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর কারণেই স্বাধীন বাংলাদেশ অর্জন করা সম্ভব হয়েছে। দেশ স্বাধীন না হলে আজও আমাদেরকে পাকিস্তানের গোলামী করতে হতো। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমরা যদি নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এই প্রতিষ্ঠানটি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) এমনভাবে গড়ে তোলা হোক যাতে করে দেশের রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। বঙ্গবন্ধুর সেই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে।

এসব কর্মসূচিতে বিএসএমএমইউর  উপ-উপাচার্য (প্রশাসন)  ছয়েফ উদ্দিন, উপ-উপাচার্য ( গবেষণা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ  মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন  মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন  দেবব্রত বনিক, টেকনোলোজি অনুষদের ডিন  দেবতোষ পাল, প্রক্টর  মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার  মোহাম্মদ হাফিজুর রহমান, পরিচালক ( হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, পরিচালক ( সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুণ প্রমুখসহ উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com