শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা

আজ শহীদ মিনারে চিকিৎসকদের সমাবেশ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশজুড়ে চলমান শিক্ষার্থীদের চলমান  আন্দোলনের সমর্থন জানিয়ে আজ শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সকল চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক ডা. সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচীতে আমাদের ছাত্র-ছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সাথে একাত্মতা পোষণ করে আগামীকাল স্মৃতি বিজরিত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসাথে। চলুন, আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সকল শ্রেণির, সকল পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com