ভোটার তালিকায় মৃত ব্যক্তি নাম থাকায় বির্তক ও সমালোচনা

ছয় বছর পর ড্যাবে নির্বাচন আজ, তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘ ৬ বছরের বেশি সময় পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব ঠিক করতে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল আজ শনিবার। এদিন রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুলঅ্যান্ড কলেজে এই কাউন্সিলে সরাসরি ভোটে চিকিৎসকরা তাদের নেতা নির্বাচন করবেন। ড্যাবের এই নির্বাচনে পাঁচটি পদের জন্য দুই প্যানেল ঘিরে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। আবার দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় পেশাজীবি এই সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি শেষ মুর্হুতে ভোটারদের মন জয় করতে নানান প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোট যুদ্ধে নেমে এক পক্ষের কথার বাণে অন্য পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন। আবার মৃত ব্যক্তি ভোটার তালিকায় নাম রাখাসহ হালনাগাদ করা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। এছাড়াও পরস্পরের প্রতি বিষোদগারে লিপ্ত হয়েছেন, ব্যক্তিগত আক্রমণসহ অপরের চরিত্র হনন করে ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে লেখালেখি হচ্ছে। দুই প্যানেলের সমর্থকরা  মাঠ চষে বেড়াচ্ছেন।  এরই মধ্যে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা করেছে দুইপক্ষই। সেখানে ইশতেহার ঘোষণাসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে,  পাঁচটি পদের জন্য এবার ভোট হবে। পদগুলো হলো সভাপতি,সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র মহাসচিব। আর নির্বাচনে ভোটার সংখ্যা হলো  তিন হাজার ১৩১ জন ভোটার ভোট দেবেন। সর্বশেষ ড্যাবের ভোট হয়েছিল ২০১৯ সালের ২৪ মে। সেই নির্বাচনে হারুন আল রশীদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে ড্যাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ মার্চ পৃথক বিজ্ঞপ্তিতে ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার কথা জানায় বিএনপি। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১২ সদস্যের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিও গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে ড্যাবের সম্মেলন আয়োজনের কথা বলা হলেও নানাবিধ কারণে সেটি সম্ভব হয়নি। এর পর গত ২৫ জুলাই ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ড্যাব সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে যথারীতি ড্যাবের পুরোনো দুটো গ্রুপের নেতৃত্বে দুটো প্যানেল দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন এবং ড্যাবের সাবেক আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের অনুসারীদের পৃথক দুটি প্যানেল এবার ভোট করছে। এছাড়াও একজন স্বতন্ত্রভাবে সভাপতি পদে নির্বাচন করছেন। তার নাম ডা. ওবায়দুল কবির।

দুই প্যানেলের মধ্যে ‘আজিজ-শাকুর’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডা.এ কে এম আজিজুল হক, যিনি ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন। আর এই এই প্যানেলের মহাসচিব পদে অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর প্যানেলে ‘হারুন-শাকিল’ পরিষদ রয়েছেন। এই  প্যানেলের নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. হারুনুর রশীদ, যিনি ২০১৯ সাল ধেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। এই প্যানেলে মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রার্থী হয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্যানেল পরিচিতি ও সংবাদ সম্মেলনের আয়োজন ডা আজিজ-শাকুর’ প্যানেল পরিষদ।  সেখানে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। পাশাপাশি পাঁচ দফা অঙ্গীকার সম্বলিত ইশতিহারও ঘোষণা করেন তারা।

এ সময় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির কাছে সরবরাহ করা সদ্য বিলুপ্ত কমিটির তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তালিকা থেকে প্রায় ১৫০০ আজীবন সদস্য বাদ দেয়া হয়। শাখা কমিটির অনুমোদন ব্যতিত কেন্দ্র সরাসরি সদস্য অন্তর্ভুক্ত করে, যা গঠনতন্ত্র পরিপন্থী,নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলের অনুমোদন ব্যতীত শাখা গঠন,উদ্দেশ্যমূলকভাবে স্বাচিপ সদস্যদের অন্তর্ভুক্তিক্ত,সদস্য তালিকায় একাধিকবার একই সদস্যের নামের অন্তর্ভুক্তি,মৃত সদস্যদের/চিকিৎসকদের নাম ভোটার তালিকায় দৃশ্যমান রয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ প্রসঙ্গে সভাপতি প্রার্থী অধ্যাপক এ কে এম আজিজুল হক বলেন,  নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ২০ জন মৃত ব্যক্তির নাম, অনেক সদস্যের অসম্পূর্ণ তথ্য দৃশ্যমান রয়েছে। আবার ভোটার তালিকায় প্রকৃত আজীবন সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারেননি। যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করি।
তবে জয়ে ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  ‘হারুন-শাকিল’ পরিষদ প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়। এবারে নির্বাচনে মহাসচিব প্রার্থী ডা. মো. জহিরুল ইসলাম শাকিল তিন পর্বের নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
প্রথম পর্বে স্বল্পমেয়াদি (১-৩ বছর) এর মধ্যে রয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচির ২৬তম ধারার আলোকে ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসা’ ব্যবস্থা কার্যকর করাসহ ১৪ দফা পরিকল্পনার কথা হয়। মধ্যমেয়াদি (১-৫ বছর) পরিকল্পনার মধ্যে আছে- স্বাস্থ্য কার্ড প্রবর্তনের প্রস্তাবনাসহ চার দফা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি (১-১০ বছর) পরিকল্পনার মধ্যে আছে- চিকিৎসা সেবা ব্যবস্থাপনার পুনঃবিন্যাস ও স্বাস্থ্য বীমা চালুকরণের পরিকল্পার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর আগের দিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএম‌ইউ) প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা করেন ডা. হারুন-ডা. শাকিল পরিষদ।
মৃত ব্যক্তি ভোটার তালিকায় নাম রাখার অভিযোগ প্রসঙ্গে  অধ্যাপক ডা. হারুন আল রশিদ সময়ের আলোক বলেন, পৃথিবীর কোনো ভোটার তালিকা কিন্তু নির্ভুল নয়। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কাউন্সিল হতে যাচ্ছে।
ভোটার হালনাগাদ তালিকা সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কাউকে সদস্য পদ থেকে বাদ দিইনি। এ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যাদের সদস্যপদ বাতিল হয়েছে তারা ফ্যাসিবাদের সহযোগী। যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মাধ্যমে এগিয়ে যাবে ড্যাব।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার বলেন,  যথা সময়ে ভোটগ্রহন শুরু হবে।কাউন্সিলের সব প্রস্তুতি সম্পূর্ণ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com