৯৬
নিজস্ব প্রতিবেদক।।
প্রবীণ স্বাস্থ্য কর্মকর্তা ও নাটোরের নাহার ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. মিজানুর রহমান আর নেই।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, ডা. মো. মিজানুর রহমান কর্মজীবনে নাটোরের সিভিল সার্জন ও পরবর্তীতে স্বাস্থ্যের রাজশাহী বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএমএ নাটোর শাখার সাবেক সভাপতি ছিলেন।