ট্রাস্ট্রি প্রধানসহ দুর্নীতিবাজদের অপসারণসহ ৭ দফা দাবি সিএইচসিপির

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা  ট্রাস্ট্রি বোর্ডের  চেয়ারম্যান  অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং দুর্নীতিবাজ, বৈষম্যকারী, স্বজনপ্রীতিবাজ প্রশিক্ষণ কর্মকর্তাসহ সকলের চাকুরী থেকে অপসারণসহ ৭ দফা দাবি জানিয়েছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’রা (সিএইচসিপি)। এ লক্ষ্যে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ আগামী ১৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে দাবি জানান সিএইচসিপির নেতারা।

এসময় সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন, সহসভাপতি রায়হানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে বলা হয়, কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ ১৩ বছর ধরে নিষ্ঠার সাথে সিএইচসিপিতে কর্মরতরা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছেন। ২০১১ সাল থেকে সিএইচসিপিগণ নিয়োগ প্রাপ্ত হয়ে অধ্যবদি পর্যন্ত প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্য, নবজাতক শিশু স্বাস্থ্য সচেতনতা, নন-কমিউনিকেবল ডিজিজ সহ বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে কাউন্সিলিং করে ব্যাপক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে সেবার মান আজ দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের চাকুরী স্থায়ীকরণ/জাতীয়করণ করা বলে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষগণ বিভিন্ন সময়ে বিভিন্ন চিঠির মাধ্যমে আশ্বস্ত করেন, সুযোগ- সুবিধা বাস্তবায়নকরণের বিষয়ে। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি, এই পর্যন্ত আমাদের ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি সহ সকল ধরণের সুযোগ সুবিধা থেকে দীর্ঘ ১২ বছর ধরে বঞ্চিত হয়ে আসছি এবং একই বেতনে চাকুরী করে মানবেতর জীবন যাপন অতিবাহিত করছি। যা বর্তমানে দ্রব্য মূল্যে উর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে চলতে হিমসিম খেতে হচ্ছে। এই অবস্থায় আমরা ৭ দফা দাবি জানাচ্ছি।

দাবী গুলো হলো-কমিউনিটি ক্লিনিকের জনবল সিএইচসিপি-দেরকে সম্পূর্ন রাজস্বখাতে অন্তর্ভুক্ত করণ করতে হবে। দুর্নীতিবাজ, বৈষম্যকারী, স্বজনপ্রীতিবাজ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান, প্রশিক্ষণ কর্মকর্তাসহ সকলের চাকুরী থেকে অপসারণ করতে হবে।গ্রেড ১৪তম থেকে ১২তম গ্রেডে উন্নতিকরণ করতে হবে।২০১১ সনের চাকুরীর শুরু থেকে বকেয়া ইনক্রিমেন্টসহ নতুন বেতনে ইনক্রিমেন্ট চালু করতে হবে।যে সকল সিএইচসিপি মৃত্যুবরণ করেছে তাদেরকে সরকারি নিয়মানুসারে এককালীন অনুদান প্রদান করতে হবে।

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে তিন বৎসরের ইন-সার্ভিস প্রশিক্ষণ চালু করতে হবে। বিগত ১৩ বছর ধরে একই বেতন বৈষম্যের শিকার হওয়া থেকে পরিত্রাণ দিতে হবে। এই সব দাবি আগামী ১৮ আগস্টের মধ্যে সুরহা না হলে পরের দিন জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com