চিকিৎসা অনুদান পেতে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর

by hmmkfyt@gmail.com
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট্রের অনুদান

স্টাফ রিপোর্টার ।।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক চিকিৎসা অনুদান দেবে। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাবেন। এ অনুদান পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট এ বিষয়ে আদেশ জারি করেছে।

ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণির চিকিৎসাধীন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত লিংকে প্রবেশ করে শিক্ষার্থীদের এ অনুদানের জন্য আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের এক আদেশে বলা হয়েছে, গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা প্রতি দুই মাস অন্তর নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তের আবেদনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সিস্টেম ব্যবহার করতে বলা হয়েছে।

আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com