স্টাফ রিপোর্টার ।।
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক চিকিৎসা অনুদান দেবে। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাবেন। এ অনুদান পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট এ বিষয়ে আদেশ জারি করেছে।
ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণির চিকিৎসাধীন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত লিংকে প্রবেশ করে শিক্ষার্থীদের এ অনুদানের জন্য আবেদন করতে হবে।
আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।