চিকিৎসকদের নিয়ে আইন উপদেষ্টার মন্তব্য ‘অযৌক্তিক ও অবমাননাকর’

দুঃখ প্রকাশ আসিফ নজরুলের

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক

দেশের চিকিৎসকদের ওষুধ কোম্পানির ‘দালাল’ আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন  আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার এমন মন্তব্যের  তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন  পেশাজীবি সংগঠন। রোববার পৃথক বিবৃতিতে তারা এ প্রতিক্রিয়া জানান। যদিও চিকিৎসকদের কাছে  দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গত শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন ‘চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন।’ এই বক্তব্যের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

 বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) ও জাতীয় নাগরিক পার্টি এই বক্তব্যের নিন্দা ও্ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

 

এরপর রোববার রাতে নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে পোস্ট দেয় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, শনিবার এক অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য না। বলেছি, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ ষ্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে।

আইন উপদেষ্টা পোস্টে লিখেছেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশী টেষ্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানীর সাথে যোগযোগ- আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ একশ্রেনীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না।

তিনি পোস্টে লেখেন, আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচন্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এদেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি এজন্য দু:খ প্রকাশ করছি। তবে কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব  ‍ৃভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধও তাদের কাছে করছি।

 

 বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দেওয়া শুধু অযৌক্তিকই নয়, এটি পেশার সততা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর আঘাত।

তার মতে, এই বক্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত হেনেছে।

 

তিনি বলেন, দেশের অভিভাবকেরা এখনো সন্তানদের চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন। সেখানে এমন মন্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দায়িত্বশীল পদে থেকে কয়েকজনের সীমিত দুর্বলতাকে পুরো চিকিৎসক সমাজের ঘাড়ে চাপানো অনভিপ্রেত ও নিন্দনীয়।

ডা. রফিকুল মনে করেন, চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু তাদের দালাল আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএনপিপন্থি পেশাজীবী চিকিৎসকদের নিয়ে গঠিত ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ বলে অভিহিত করে  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য পুনর্বিবেচনা ও জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের আহ্বান জানান।

 

ড্যাব নেতারা বলেন, চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকুচিত করতে পারে।

রোববার অপর এক বিবৃতিতে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামে (এনডিএফ)  সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে  চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও পেশাদারিত্বকে অস্বীকার করার শামিল, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের পেশাগত সততা ও দায়িত্ববোধ নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে চিকিৎসকদের অবমাননা অত্যন্ত দুঃখজনক।

 

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)। একই সঙ্গে ওই বক্তব্য পুনর্বিবেচনা ও ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিপিএইচসিডিওএর সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক এ এম শামীম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে বিপিএইচসিডিওএর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন। তাঁর বক্তব্যে বিপিএইচসিডিওএ গভীর হতাশা প্রকাশ করছে ও তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং সংশ্লিষ্ট চিকিৎসকেরা নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা কোভিড-১৯ ও ডেঙ্গুর মতো মহামারিতে মানুষের সেবা নিশ্চিত করেছেন। এ অবস্থায় আইন উপদেষ্টার এমন মন্তব্য চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও আত্মত্যাগকে হেয় করেছে এবং স্বাস্থ্যসেবার প্রতি জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

জুলাই অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, গত স্বৈরাচারী সরকারের অত্যাচার-নির্যাতন ও রক্তচক্ষু উপক্ষো করে জুলাই-২৪ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় এ দেশের চিকিৎসকেরা আত্মনিয়োগ করেছেন। জীবনের নিরাপত্তাঝুঁকি ও জীবননাশের ভয় থাকার পরও ছাত্র–জনতার পাশে দাঁড়িয়েছেন। এমন আত্মত্যাগী চিকিৎসকদের সম্পর্কে আইন উপদেষ্টার বক্তব্য অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।

 ওজিএসবির আলটিমেটাম:

আইন উপদেষ্টার দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। সংগঠনটি উপদেষ্টাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় প্রতীকী প্রতিবাদ হিসেবে ১৮ আগস্ট এক দিনের জন্য প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। রোববার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম ও সদস্যসচিব ডা. মুসাররাত সুলতানা এ ঘোষণা দেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com