ক্যান্সারের ওষুধের দাম কমানোর দাবি চিকিৎসকদের 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশে ক্যান্সারের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায়। এ কারণে ক্যান্সারের ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিআরবি হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান। এ সময় তারা জাতীয় পর্যায়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এবার বিআরবি হাসপাতালের উদ্যোগে বৃহৎ পরিসরে ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্ণেল (অব,) অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন (চীফ কনসালটেন্ট-মেডিকেল অনকোলজিস্ট, বিআরবি হাসপাতাল)।

সভাপতিত্ব করেন বিআরবি হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাশার এবং স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: নিজামউদ্দিন চেীধুরী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের বিশিষ্ট অব্স, গাইনি ও গাইনি অনকোলজি বিশেষজ্ঞ ডা. মোসা. ফারহানা তারান্নুম খান। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, উধ্বর্তন কর্মকর্তা, স্পেশালিস্ট, রেজিস্ট্রার ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যান্সারে মৃত্যুর হার, ক্যান্সার চিকিৎসায় বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের অবস্থান, ক্যান্সার সচেতনতায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com