কোটা আন্দোলনে পাঁচ চিকিৎসকের বদলির আদেশ বাতিল

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
কোটা আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেলসহ তিন মেডিকেল কলেজের পাঁচ চিকিৎসকের বদলি আদেশ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ও ২৫ জুলাই এবং ১ আগস্টের প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছিল।

গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব শারমিন ইয়াসমিন এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ বাতিল করেন। আগের প্রজ্ঞাপনগুলো দিয়েছিলেন তৎকালীন উপসচিব দূর-রে-শাহওয়াজ। বদলি ঘোষণার প্রজ্ঞাপনগুলোর নম্বর উল্লেখ করে নতুন প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার গত ২৪ ও ২৫ জুলাই এবং ১ আগস্টের প্রজ্ঞাপনগুলো নির্দেশক্রমে বাতিল করা হলো।

বদলি বাতিল হওয়া চিকিৎসকদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক)। বাকিদের একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং অপরজন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক।

ঢামেকের তিন চিকিৎসক হলেন প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানা রহমান খান, স্পাইন সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম আকন ও ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. নুসরাত সুলতানা।

অপরদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহবুব আলম এবং কুমিল্লা মেডিকেল কলেজের একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফ মোর্শেদ খান।

এর মধ্যে ডা. রিজওয়ানা রহমান খান ও শহীদুল ইসলাম আকনকে বদলি করা হয়েছিল সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। তবে স্পাইন সার্জারির চিকিৎসক শহীদুল ইসলাম আকনকে বদলি করা হয়েছিল বায়োকেমিস্ট্রি পদের বিপরীতে। একইভাবে ভাইরোলজির চিকিৎসক ডা. নুসরাত সুলতানাকে নীলফামারী মেডিকেল কলেজের নেফ্রোলজি পদের বিপরীতে বদলি করা হয়।

অন্যদিকে মো. শাহবুব আলম বদলি হয়েছিলেন কুমিল্লায়। ইএনটির এই চিকিৎসককে বদলি করা হয়েছিল রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদের বিপরীতে। আর ডা. মোহাম্মদ আরিফ মোর্শেদ খানকে বদলি করা হয়েছিল নীলফামারী মেডিকেল কলেজে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন মেডিকেল কলেজের ২৭ চিকিৎসককে বদলি করা হয়। এর মধ্যে অনেককেই অন্য পদের বিপরীতে বদলি করা করছেলি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com