একদিনে করোনায় ৬৮ জন শনাক্ত, একজনের মৃত্যু 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত  মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৪ জনের।
আর সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। যা চলতি বছরে একদিনে সবোর্চ্চ আক্রান্তের সংখ্যা। আগের দিন রোববার আক্রান্ত হয়েছিলেন ২৯ জন। এই দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩০শতাংশ। যা আগের দিন ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের জানায়,  দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭৯৭ জন। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২ টি। এ পর্যন্ত  মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫২ হাজার ৭৩১টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখ। তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু হঠাৎ করেই  র হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন জেএন.১ এর সংক্রমণ বেড়ে যাওয়ায়  মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com