স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দিচ্ছি, আর কোন সংকট থাকবে না: সচিব

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল সংকট ছিল, এখনও আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন,  আমরা জনবল নিয়োগ দিচ্ছি। এখন আর  জনবল সংকট থাকবে না।  আর  এই সমস্যাও আর থাকবে না।

এছাড়া এক মাসের মধ্যেই জনবল নিয়োগের মাধ্যমে পদ্মা সেতু সংলগ্ন ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।

 শনিবার (১৮ মে) বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ের (এক্সপ্রেসওয়ে) পাশে অবস্থিত ট্রমা সেন্টার পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারে এক মাসের মধ্যে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা চালু করা হবে। এটি পুরোপুরি চালু করা না গেলেও আংশিকভাবে চালু করা হবে। যাতে দুর্ঘটনাকবলিত মানুষ চিকিৎসা সেবা পান। এখানে ডাক্তার ও নার্স দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্ত্রণালয়ের জনবল সংকট উত্তরণে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় ১৭টি ট্রমা সেন্টার রয়েছে। সেগুলো সবই ধীরে ধীরে চিকিৎসাসেবা পাওয়ার উপযোগী করে তুলবো। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল সংকট ছিল, এখনও আছে। তবে জনবল নিয়োগ দিচ্ছি। এই সমস্যা আর থাকবে না। বিশেষ করে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটিতে জনবল নিয়োগ করে মাত্র এক মাসের মধ্যে চিকিৎসা সুবিধা দিতে সক্ষম হবে।’

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ের পাশে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়লে আহতদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০২২ সালের আট নভেম্বর এর উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তবে উদ্বোধনের এতদিনেও এটি চালু করা যায়নি।

এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম। জনবল নিয়োগ, নতুন অবকাঠামো নির্মাণ এবং ডেঙ্গু ও ডায়রিয়া মেকাবেলার পূর্বপ্রস্তুতিসহ বিভাগের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে এই সভা আয়োজিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য সচিব বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার, হৃদরোগ ও কিডনি ইউনিটসহ রেডিও ইমেজিং ভবনের নির্মাণ কাজ ও শেখ রাসেল স্ক্যানু পরিদর্শন করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com