স্বাস্থ্যে সহস্রাধিক ভুয়া পদোন্নতি-পদায়ন হয়েছে: স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ও  স্বাস্থ্য অধিদপ্তরের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তার হাত ধরে চাকরিবিধির লঙ্ঘন ঘটিয়ে প্রায় সহস্রাধিক ভুয়া পদোন্নতি, জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে ৫ শতাধিক ভুয়া পদায়ন দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, চাকরিবিধির গুরুতর লঙ্ঘন হওয়ায় লিখিতভাবে অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে আপত্তি জানানোর পরও কিছু কর্মকর্তার পদোন্নতি-পদায়ন বাণিজ্য ও এ সংক্রান্ত নানা অনিয়ম থামানো যায়নি। বরং এই অন্যায়ের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার (৯ জুলাই)  বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত বিধি সংশোধন করে স্বাস্থ্য ক্যাডারদের ক্ষতিগ্রস্ত করে এনক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানের ‘সংবিধান ও আপিল বিভাগের রায় বিরোধী’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের  নেতাদের দাবি, চাকরি বিধি সংশোধন করে অবৈধভাবে এডহক চিকিৎসকদের সুবিধা প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।

 সংগঠনটির নেতারা বলেন,স্বাস্থ্য ক্যাডারদের এডহক কর্মকর্তাদের অধীনস্ত করার অবৈধ সিদ্ধান্ত বাতিল করে প্রচলিত সকল ক্যাডারদের ক্ষেত্রে চাকরিবিধির যে নিয়ম স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রেও তা বিদ্যমান রাখা হোক। আর এনক্যাডাররা সবসময়ই সর্বশেষ বিসিএস এর পরে সিনিয়রিটি পায়, স্বাস্থ্যের ক্ষেত্রেও একই নিয়ম মানার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কনভেনর কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মাদ নেয়ামত হোসেন।

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের দাবিগুলো হল- সকল বিসিএস ক্যাডারে যে নিয়ম, এনক্যাডার হওয়া এডহককেও সেই একই নিয়মের আওতায় নিয়ে আসতে হবে। সিনিয়র স্কেল ছাড়া যেহেতু ক্যাডারে পদোন্নতির সুযোগ নেই, সুতরাং এডহকের ক্ষেত্রে এই সিনিয়র স্কেল পরীক্ষার প্রমার্জনা সরকারি চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক, এটি মানা যাবে না। এনক্যাডার সবসময়ই সর্বশেষ বিসিএস এর পরে সিনিয়রিটি পায়, সেক্ষেত্রে এডহক থেকে এনক্যাডার হওয়া চিকিৎসকদের সর্বশেষ বিসিএস ৪২তম বিসিএস এর পরে তালিকাভুক্ত করতে হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রীপরিষদ বিভাগ, সরকারি কর্মকমিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়মসূহ লিপিবদ্ধ করে জমা দিয়েছি যার প্রাপ্তি স্বীকারপত্র আমাদের নিকট রয়েছে। সকল প্রমাণ থাকার পরও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছেন। ওই ফাইলটি জনপ্রশাসন হয়ে বর্তমানে কর্মকমিশনের সুপারিশের অপেক্ষা করছে। এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সাথে চরমতম অন্যায়। আমরা সকল ক্যাডারকে আমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি। ক্যাডারকে এডহক (নব এনক্যাডার) কর্মকর্তাদের অধীনস্ত করার রেওয়াজ কোনো আইন ও বিধিতেই সমর্থন করে না, শতভাগ অবৈধ।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আমাদের দাবি, সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে এবং চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ী আদেশ ভাবে বাতিল ঘোষণা করতে হবে এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিধিমোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে হেলথ ক্যাডার এসোসিয়েশনের সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন, সদস্য ডা. নীতিশ কৃষ্ণ দাশ, ডা. সুমন সেন, ডা. সাফায়েত মুহাম্মদ শান্তনু, ডা. মো. মুনীবুর রহমান জুয়েল, ডা. নীহাররঞ্জন দাস, ডা. মাতুয়ারা শারমীন, ডা. আল মাহমুদ লেমন, ডা. মাহমুদ উর রহমান মাসুদ, ডা. জাকারিয়া হিমেল, ডা. আফানুর রহমান আদনান ও ডা. আলী আসগর শিবলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com