নিজস্ব প্রতিবেদক।।
স্বাস্থ্যসেবা সূচকে উপজেলা পর্যায়ে দেশসেরা হয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) স্কোরে উপজেলা পর্যায়ে সারাদেশের মধ্যে প্রথম হয় এই উপজেলাটি।
প্রকাশিত স্কোরিং অনুযায়ী, ২০২৩ এর নভেম্বর মাসের পারফরমেন্সের ভিত্তিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকাশিত স্কোর থেকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম এবং সারা দেশে দ্বিতীয় হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।