সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করলেন বিএসএমএমইউর উপাচার্য

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলা নববর্ষ ছুটির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন  উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

 রোববার  (১৪ এপ্রিল)  সকালে  সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন তিনি।  পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের অফিস রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন উপাচার্য ।

বৈঠকে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

বৈঠকে সিনিয়র চীফ কনসালটেন্ট, চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্টের মতো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের দ্রুত তাগিদ দেন  উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

এছাড়াও  প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ, ক্লিনার নিয়োগের বিষয়টিও আলোচিত হয়।

বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করা, উন্নতমানের ফার্মেসীর ব্যবস্থা, কিচেন, ক্যান্টিনসহ নানাবিধ বিষয় আলোচিত হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল যাতে পূর্ণাঙ্গরূপে চালু করা যায় সে লক্ষ্যেই নববর্ষ ছুটির মাঝে  বৈঠক অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) মো. শফিকুল ইসলাম,  উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com