সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালু করতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে  হাসপাতাল কনফারেন্স রুমে বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুপার স্পেশালাইজড হাসপাতালটিকে দেশের শ্রেষ্ঠতম চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপাচার্য। এছাড়াও প্রয়োজনীয় যোগ্য ও দক্ষ জনবল নিশ্চিত করা, সামগ্রিক যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা, সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন তিনি।
পরে নবনিযুক্ত উপাচার্য সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন  বিভাগ পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডেয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, উপ-পরিচালক (প্রকল্প) সহযোগী অধ্যাপক ডা. নূর-ই-এলাহী মিম প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com