সুপার স্পেশালাইজড হাসপাতাল: সেবা নিয়েছেন ৪১ হাজার ৫’শ রোগী

নানা আয়োজনে প্রথম বর্ষপূর্তি উদযাপন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫টি সেন্টারের অধীনে ২০টি বিভাগে গত এক বছরে সর্বমোট সেবা নিয়েছেন ৪১ হাজার ৫৯৬ জন রোগী। আর মোট পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৫২টি।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসাপাতালের প্রথম বর্ষপূতি উপলক্ষে এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রথম  বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সুপার স্পেশালাইজড হাসপাতালে চারটি আইটি সম্পর্কিত সেবার উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইট, অনলাইন প্যাশেনন্ট এপোয়েন্টমেন্ট সিস্টেম, ইস্যু ট্রাকার সিস্টেম ও স্মার্ট কার পার্কিং সিস্টেম কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বার্ষিক প্রতিবেষপন বলা হয়, ৫টি সেন্টারের অধীনে ২০টি বিভাগে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে এ বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৫৯৬ জন রোগী সেবা নিয়েছেন। আর ল্যাবরেটরী সার্ভিসেসের আওতায় এবছরের ২৩ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৫টি বিভাগ (বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ভাইরোলজি, হেমাটোলজি, ল্যাবরেটরি মেডিসিন) মোট পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৫২টি। এর মধ্যে রেডিওলজি এন্ড ইমের্জিং সেন্টারের আওতায় মোট পরীক্ষা-৬ হাজার ৮৭০টি, কার্ডিওভাস্কুলার এন্ড স্ট্রোক সেন্টারের আওতায় ৩৯৭২টি, হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায়- ১০২৫টি। কিডনি ডিজিজ এন্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় ডায়ালাইসিস সংখ্যা-২৭৯টি এবং ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। এছাড়াও চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগে ৯৭টি অপারেশন সম্পন্ন হয়। আর সর্বমোট ৬৩৮ জন রোগী অন্তঃবিভাগে ভর্তি হয়ে সেবা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামী এক মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ, আন্তঃবিভাগে রোগীর সংখ্যা বাড়াতে চাই এবং পহেলা জানুয়ারিতে সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সিকিউটিভ চেকআপ রুম চালু করতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, কোনো রোগী যেনে চিকিৎসা নিতে দেশের বাইরে না যায়, সেই স্বপ্ন পূরণে দেশের মধ্যেই সব রোগের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের দেশেই স্বল্প খরচে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা সুপার স্পেশালাইজড হাসপাতালটি পেয়েছি। গত ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই হাসপাতালটি উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কাজ করেছি। লক্ষাধিক ইনভেস্টিগেশন করেছি। ৫০ হাজারের মতো রোগী আমাদের এখানে এসেছে। এক হাজারের মতো রোগী এখানে ভর্তি হয়েছে। আমরা এখানে অনেক অপারেশন করেছি, যা মানসম্পন্ন। এছাড়া এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদা, জয়েন্ট অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট করাসহ আমরা এখানে অনেক কাজ করেছি।

উপাচার্য বলেন, আমরা অনেক সেবা দিয়েছি, যে সেবাগুলোর জন্য আমাদের দেশের রোগীরা বাইরের দেশে চিকিৎসা নিতে যায়। বন্ধ্যাত্বের জন্য রোগীরা বাইরে যায়। আমরা এই সেবাটার জন্যও কাজ করতে চাইছি। আমরা এখানে থেরাপির মাধ্যমে টেস্টটিউব বেবি করেছি। আমরা জোড়া শিশু সেপারেট করছি। কিডনি ট্রান্সপ্লান্টও এখানেই করবে। যার খরচ আমাদের দেশে ৩ লাখ বাইরের দেশে ৪০ লাখ। লিভার ট্রান্সপ্লান্টও আমরা এখানে করবে, যার খরচ আমাদের এখানে ২০ লাখ টাকা আর বাইরের দেশে এক কোটি টাকা।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের এখানের কার্যক্রম আরও গতি পাবে যদি আমরা আমাদের সকল জনবল প্রয়োজন তা নিশ্চিত করতে পারি এবং আমাদের যে আর্থিক সহযোগিতা প্রয়োজন সেটা সম্পূর্ণ করতে পারি। আর কোরিয়া থেকে যেসব যন্ত্রপাতি আসার কথা সেগুলো আশা করি খুব শিগগিরই পেয়ে যাব। তারপর আমরা শতভাগ চিকিৎসা সেবা চালু করতে পারব।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিক্যাল অফিসার ডা. শাহ নিজাম উদ্দিন শাওন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সুপার স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান কনসালট্যান্ট অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com