সিলেটে প্রবাসীর নাম ব্যবহার করে সেবা, ভুয়া নারী চিকিৎসক আটক

by glmmostofa@gmail.com

সিলেট প্রতিনিধি ।। 

প্রবাসী এক চিকিৎসকের নাম ব্যবহার করে সেবা দেওয়ায়  সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাদিকা আক্তার নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার  দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক সাদিয়া আক্তার ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে। দীর্ঘ সময় ধরে জাফলং এলাকায় গাইনি, মা ও শিশু এবং বন্ধ্যত্ব রোগের চিকিৎসা দিয়েছেন ভুয়া এই চিকিৎসক।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক গণমাধ্যমকে বলেন, ‘নানান অব্যবস্থাপনার জন্য সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও তাদের ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় থাকা ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসকের নাম পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিলেন সাদিয়া আক্তার নামের এক তরুণী। তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।’

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অংশ নেন অভিযানে।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com