সার্জারি অনুষদে বেসরকারি শিক্ষার্থী ভর্তি ২০ ডিসেম্বর শুরু

এফসিপিএস ২য় পর্ব

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্বের বেসরকারী শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্টার (একাডেমিক) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্ব ভর্তির নিমিত্ত নির্বাচিত বেসরকারী প্রর্থীদের ভর্তি কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় (কক্ষ নম্বর-২৩৮, ব্লক-বি) পরিচালিত হবে।’

এতে আরও বলা হয়েছে,‘সরকারি/আমর্ড ফোর্সেস শিক্ষার্থীগণ প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে ভর্তি হতে পারবেন।’

আদেশের অনুলিপি অবগতির জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও বিএসএমএমইউর সকল নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com