লাইসেন্স না থাকায় আমেরিকা ওয়েলনেস সেন্টার বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদফতর

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর শুক্রাবাদ এলাকায় অবস্থিত আমেরিকান ওয়েলনেস সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। লাইসেন্স ছাড়াই হাসপাতাল কার্যক্রম পরিচালনা, অনুমোদন ছাড়া ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা এবং কর্তব্যরত কোনো ডিউটি ডাক্তার না থাকায় এ হাসপাতালে কার্যক্রম বন্ধ হয় বলে জানায় সংস্থাটি

বুধবার  বিকালে আমেরিকান ওয়েলনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের গঠিত পরিদর্শন টিম গতকাল আমেরিকান ওয়েলনেস সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে অধিদফতরের কর্মকর্তারা দেখতে পান যে, আপনার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই, ১৮টি বেড রয়েছে, অনুমোদন ছাড়াই ল্যাব চলছে এবং উক্ত প্রতিষ্ঠানে কোন ডিউটি ডাক্তার নেই, যা প্রতারণার শামিল। এ অবস্থায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হলো।

একইসঙ্গে কেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com