রোবটের মাধ্যমে হৃদরোগ চিকিৎসা, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রশংসা

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।।

রোবটের মাধ্যমে হৃদরোগের যুগান্তকারী চিকিৎসা প্রদানের জন্য বাংলাদেশের চিকিৎসকদের ভূয়শী প্রশংসা করেছেন আন্তর্জাতিক হৃদরোগ বিশেষজ্ঞরা। বুধবার (১৫ মে) ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি হৃদরোগ বিষয়ক কার্ডিওলজিস্টদের কনফারেন্সে তাঁরা প্রশংসা করেন।
অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক বহুজাতিক আয়োজক সংস্থা ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার (ইউরোসিসিআর)।
বৃহস্পতিবার (১৬ মে) প্যারিস থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে দেশে প্রথমবারের মতো দক্ষতার সঙ্গে এক রোগীর হার্টের ধমনীতে রিং সফলভাবে প্রতিস্থাপন করেন ডা. প্রদীপ কুমার কর্মকার ও তাঁর বিশেষায়িত টিম। সেদিন ডা. প্রদীপ কুমার ছিলেন রাজধানীর সোনারগাঁও হোটেলে, রোগী ছিলেন এনআইসিভিডিতে। রোবটের মাধ্যমে রোগীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো হয়।
দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে বর্তমান বিশ্বের এটি হার্টের সর্বাধুনিক চিকিৎসা। সেই সঙ্গে এই চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী একটি অধ্যায়ও। উন্নত প্রযুক্তির এই চিকিৎসা এশিয়া মহাদেশে প্রথম শুরু করে ভারত, দ্বিতীয় চীন ও তৃতীয় বাংলাদেশ।
জানতে চাইলে ডা. প্রদীপ কুমার বলেন, ‘ফ্রান্সের আয়োজক সংস্থা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমার অভিজ্ঞতা বিনিময় করার জন্য।
অনুষ্ঠানে আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের উপস্থাপকরা ছিলেন। সবাই দূর নিয়ন্ত্রিত রোবটিক চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন। বাংলাদেশের মতো একটি দেশে সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসকরা বাংলাদেশের অবকাঠামো নিয়েও প্রশংসা করেছেন। কনফারেন্সে দেশের ডিজিটাল প্রযুক্তিরও কথা উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ‘কনফান্সে খুবই দারুণ অভিজ্ঞতা অজিত হয়েছে। আমরাও আন্তর্জাতিক হৃদরোগ বিশেষজ্ঞদের সমপর্যায়ে আছি, কারণ আমরা অন্যান্য দেশের হৃদরোগ বিশেষজ্ঞদেরও উপস্থাপনা দেখেছি। হৃদরোগের ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসায় আন্তর্জাতিক সমপর্যায়ে আছে বাংলাদেশ।’
এর আগে ২০২৩ সালে জানুয়ারিতে এনআইসিভিডিতে ডা. প্রদীপ কুমারের নেত্বত্বে সফলভাবে প্রথমবারের মতো রোবট দিয়ে রোগীর হার্টে রিং পরানো (রোবটিক এনজিওপ্লাস্টি) প্রতিস্থাপন করা হয়। এর মাধ্যমে চিকিৎসা খাতে রোবটিক সার্জারির বহুল প্রত্যাশিত যুগে প্রবেশ করে বাংলাদেশ। এর পর গত ৫ ফেব্রুয়ারি ডা. প্রদীপ কুমারের নেতৃত্বে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে এক রোগীর হার্টের মূল ধমনীতে রিংও পরানো হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com