রামেকের গাইনী চিকিৎসক ডা. আফরোজা খাতুন আর নেই

by glmmostofa@gmail.com

রাজশাহী প্রতিনিধি।। 

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফরোজা খাতুন আর নেই । সোমবার (১ জানুয়ারি) রাত ১১ টার সময় ওটিতে সিজারিয়ান অপারেশন করার সময় আকস্মিকভাবে সিভেয়ার একিউট এমআই-তে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হৃদরোগ বিভাগে নেয়া হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিম খানের স্ত্রী। রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

 ডা. আফরোজা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

জানা গেছে,  সদ্য প্রয়াত গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফরোজা খাতুনের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি ২৬ তম ব্যাচ) থেকে এমবিবিএস পাস করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com