মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে সেবা দিতেন মোতাহের

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

 শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একজন মৃত চিকিসকের নাম ও রেজিষ্ট্রেশন ব্যবহার করে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিল মোতাহের আলী নামের একজন ভুয়া চিকিৎসক। আর মৃত চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করার দায়ে নড়াইলে এক ভুয়া চিকিৎসকের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তাই এসব  অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও কালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষের নিদের্শনায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোতাহের আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। এ সময় আদালত তাকে ১ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। একইসাথে বিসমিল্লাহ ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও রুনু সাহা ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজ মোহাম্মদ মল্লিক প্রমুখ।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com