মহামারিকালে বৈজ্ঞানিক গবেষণাকর্মও করেছে চিকিৎসকরা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারিকালে আমাদের চিকিৎসকরা নিজেদের জীবনবাজি রেখে শুধু চিকিৎসাসেবাই দেননি। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাকর্মও সম্পন্ন করেছেন। ১০০টিরও বেশি গবেষণাপত্র নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণা করেন, যেগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে

সোমবার মানিকগঞ্জে কোভিড-১৯ বিষয়ক ১০০টির অধিক গবেষণাপত্র সংবলিত ১০০  হান্ড্রেট প্লাস কোভিড-১৯ রিসার্স  সংকলন প্রকাশনার মোড়ক উন্মোচনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ১০০টিরও বেশি গবেষণাপত্র নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণা করেন, যেগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

এ সময় চিকিৎসকদের গবেষণাকর্মে আরও বেশি সময় দেওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

গবেষণাকর্মে চিকিৎসকদের আরও বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণাকর্ম করেন যেগুলো ল্যানসেট, প্লজ ওয়ান সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও আমাদেরকে সফল হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং অন্যান্য গবেষক।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com