ফরিদপুর প্রতিনিধি।।
বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার রোজা বেগম (৫২) নামের এক চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. নিরঞ্জন দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয়রা জানায় , সোমবার সকাল ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। হাঁটাহাঁটির একপর্যায়ে তারা তাকে ছাদ থেকে লাফ দেওয়ার দৃশ্যটি দেখে পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি দেখতে পান। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়টি তদন্ত করে বের করা হবে বলেও জানান ওসি।