বিসিপিএসের রিচার্স মেথডোলজি কর্মশালা ২৮-৩১ জানুয়ারি

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ২৩৩তম ব্যাচের রিচার্স মেথডোলজি কর্মশালার তারিখ ঘোষণা করা হয়েছে।

 সোমবার (২২ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২৩৩তম ব্যাচের রিচার্স মেথডোলজি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com