বিএসএমএমইউ’র ৪৫ চিকিৎসককে পদোন্নতির নির্দেশ

by glmmostofa@gmail.com

নিজস্ব  প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৫ জন মেডিকেল অফিসারকে পদোন্নতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০০৩ সালে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের কেন পদোন্নতি দেওয়া হবে না, এ মর্মে রুলও জারি করা হয়েছে । ফলে এক যুগ পর পদোন্নতির বাধা কাটলো। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বাপেক্ষে তারা এখন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন।

২০০৯ সালের সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রিটকারী ৪৫ মেডিকেল অফিসারকে অবিলম্বে পদোন্নতি দিতে বলেছেন আদালত। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন। আদালতে বিএসএমএমইউয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

এবিএম আলতাফ হোসেন  জানান, চিকিৎসকরা ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের মেডিকেল অফিসার হিসাবে যোগ দেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের আইন ছিল তারা কিছু শর্ত পূরণ স্বাপেক্ষে সহকারি অধ্যাপকে পদোন্নতি পাবেন। কিন্তু ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে তাদের পদোন্নতি আটকে যায়। তখন তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। আদালতের চূড়ান্ত নিষ্পত্তি অনুসারে যত তারাতাড়ি সম্ভব তাদের নিয়োগ দিতে হবে সহকারি অধ্যাপক হিসেবে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com