নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গ্রেড-১ পদে ২৪ ও গ্রেড-২ পদে ৩০ জন শিক্ষককে পদোন্নতি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় পদোন্নতির এ অনুমোদন দেওয়া হয়। এসময় বিএসএমএমইউর আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যত্তিগত চিকিৎসক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ’র নিয়োগও অনুমোদন দেওয়া হয়।
পরে অধ্যাপক ডা. আব্দুল্লাহকে সম্মাননা সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। বিষয়টি আজ রোববার (২৩ জুন) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার।
গত ২৮ মে গ্রেড-১, গ্রেড-২ পদোন্নতিপ্রাপ্ত ৪৪ জন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন বিএসএমএমইউ ভিসি।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ ।