নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে যে অধ্যাপকের বিরুদ্ধে তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এ ছবি প্রকাশ করেছে তা জানা যায়নি।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসের রিজভী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি সেটি তুলে ধরেছি। গণমাধ্যমে সেটি প্রকাশের সুযোগ নেই। দ্বিতীয় পর্যায়ে যে তদন্ত কমিটি হবে তারা যদি মনে করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি তারা নেবে। আর ছবি কাগজপত্র এগুলো আমাদের হাতে দেওয়া হয়নি। যাদের হাতে দিয়েছে তাদের জিজ্ঞেস করলে জানতে পারবেন।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত অধ্যাপকের এমন নগ্ন ছবি ছবি প্রকাশে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, ছবি প্রকাশের বিষয়ে কিছু জানেন না। তদন্ত কমিটির কাছে তিনি কিছু ছবি দিয়েছেন, সেখান থেকে প্রকাশ হতে পারে। যদিও অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানায় মামলা করেন মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক এক নারী সহকর্মী। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন সেল। অন্যটি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। গত ১১ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রথম তদন্ত কমিটি প্রতিবেদন তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের একজন উপ-উপাচার্যকে সভাপতি, একজন ডিন ও দুটি বিভাগের চেয়ারম্যানকে সদস্য এবং একজন কর্মকর্তাকে সদস্য-সচিব করে মোট ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
মামলার এজাহারের যা বলা হয় মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ডা. শহীদুল্লাহ সবুজ বিভিন্ন সময় ভুক্তভোগী নারী চিকিৎসককে নিজের রুমে ডাকতেন এবং ‘অশ্লীল ও আপত্তিকর’ প্রস্তাব দিতেন। এদিন রুমে ডেকে ভুক্তভোগীকে জড়িয়ে ধরে ছবি তুলে রাখেন তিনি। পরে ওই ছবি ব্যবহার করে শহীদুল্লাহ ভুক্তভোগীকে নিয়মিত হুমকি দিতেন।