নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ ব্লকে অবস্থিত ডক্টর হোস্টেলে লটারীর মাধ্যমে নারী রেসিডেন্ট শিক্ষার্থীদের (চিকিৎসকদের) হলে সিট বরাদ্দ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১৬ সালের পর এই প্রথম নিয়মতান্ত্রিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে লটারীর মাধ্যমে হলের সিট বরাদ্দ দেওয়া হল।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রশাসন সকল নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। হলে ছাত্রীদের সিট বরাদ্দও লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আশা করি, বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা এর যথাযথ ব্যবহার করে তাদের পড়াশোনা চালিয়ে যাবেন। তারা উচ্চ শিক্ষিত হয়ে দেশের মানুষের সেবা করবেন।
তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করব। এ ব্যাপারে আমাদের চেষ্টা চলমান রয়েছে।
সিট বরাদ্দের লটারীর সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র দেবনাথ প্রমুখ ।