বিএসএমএমইউতে প্রথমবারের মত নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ) প্রথমবারের মত নিজস্ব ক্যাম্পাসে স্নাতকোত্তর নন রেসিডেন্সি কোর্সের (এমএম.ইডি, এমফিল,  ডিপ্লোমা, এমপিএইচ) কোর্সে চিকিৎসকদের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ৮ মার্চ)  দুটি শিফটে জুলাই -২০২৪ সেশনের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে  বিএসএমএমইউসহ ৫৫টি ইনস্টিটিউটের  মোট ১৩০৭ টি আসনের বিপরীতে ৪ হাজার ২শ ৩৬জন চিকিৎসক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। মর্নিং শিফটে ভর্তি পরীক্ষা সকাল সাড়ে  ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ১০টি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ২২ টি হলে ৩ হাজার ৯ শ ১০ জন চিকিৎসক অংশ  নেন। এছাড়া প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ৯টি বিষয়ের  ভর্তি পরীক্ষায় ৩২৬ জন পরীক্ষার্থী  অংশগ্রহণের জন্য আবেদন করেন।  এই পরীক্ষা  বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরির্দশন করে  বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রথমবারের মত নিজস্ব ক্যাম্পাসে চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা  সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরেকটি নতুন মাত্রা যুক্ত হলো।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিকেল টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম এবং  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com