বিএমইউতে ঈদের ছুটিতেও বহির্বিভাগ খোলা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে চিকিৎসা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য  অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে  বৃহস্পতিবার (৫ জুন), রোববার (৮ জুন) ও বুধবার (১১ জুন) ১০টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।

বুধবার (৪ জুন) বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

  1. নির্দেশনায় বৃহস্পতিবার, রোববার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা চালু রাখার বিষয়ে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ এবং ল্যাব কার্যক্রম সেবাও প্রচলিত নিয়মে চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বহির্বিভাগ আগামী ৬, ৭, ৯, ১০,১২ ও ১৩ জুন বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবেএদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলর নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

বিএমইউতে ঈদুল আজহার নামাজের সময়সূচি সম্পর্কে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ জানান, ‘পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত ঈদের দিন শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com