ফের গাজার হাসপাতালে ইসরায়েলি তাণ্ডব, বহু হতাহত 

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।। 

ফিলিস্তিনের হামাস নির্মূলের নামে গাজায় চার মাসের বেশি সময় ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেও শান্ত হচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। দিনকে দিন বাড়িয়েই চলেছে বর্বরতার মাত্রা। এবার ইসরাইলি টার্গেট গাজার সবচেয়ে বড় হাসপাতাল, আল নাসের। বহু নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হাজার হাজার রোগীভর্তি চিকিৎসাকেন্দ্রটিকে জরুরি ভিত্তিতে খালি করে দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

জিম্মি উদ্ধারের অজুহাতে হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। মেশিনগান, ট্যাংকসহ ভারি যুদ্ধাস্ত্র নিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে চিকিৎসাকেন্দ্রটি। ইসরাইলি জিম্মিদের সন্ধানে হাসপাতালের ভেতরেও চালায় ব্যাপক অভিযান।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালের একটি দেয়াল গুড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টার্গেট করছে সেখানে অবস্থানরত অসংখ্য তাবু আর রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে। হাজার হাজার রোগী থাকা চিকিৎসাকেন্দ্রটিকে জরুরি ভিত্তিতে খালি করে দেয়ারও নির্দেশ দিয়েছে আইডিএফ।

আগ্রাসন অব্যাহত রয়েছে লাখ লাখ ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থল রাফাহ এবং উত্তরাঞ্চলেও। রাফাহ’য় ব্যাপক বিমান হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে আগ্রাসনে হয়েছে প্রাণহানি। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরাইলি তাণ্ডব। জেনিনে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে দখলদার সেনারা। নতুন করে স্থাপন করেছে চেকপোস্ট।

এদিকে, জরুরি ভিত্তিতে ইসরাইলের বেপরোয়া আচরণের রাশ টানার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। বেসামরিক প্রাণহানি নিয়ে উদ্বেগ জানিয়ে মিত্র দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বার্তা আমলে নেয়ার আহ্বান তাদের।

সূত্র:  আল জাজিরা,বিবিসি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com