ফিলিস্তিনে যুদ্ধাহতদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে নরওয়ে

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।। 

ফিলিস্তিনের গাজা থেকে কিছু  যুদ্ধাহতদের  চিকিৎসার দায়িত্ব নেবে ইউরোপের দেশ নরওয়ে। এ জন্য আহতদের নরওয়েতে নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

জান গেছে, প্রাথমিকভাবে প্রায় ২০ জন গুরুতর আহত রোগী এবং তাঁদের নিকটাত্মীয়দের হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নরওয়েতে নিয়ে আসা হতে পারে। তবে ঠিক কখন এ ব্যবস্থ্য গ্রহণ করা হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর।

তিনি জানিয়েছেন, তাঁর দেশ যুদ্ধের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য হাত বাড়াবে। আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে যাঁদের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাঁদের নরওয়ে সরাসরি সহায়তা দেবে।

তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা সম্পর্কিত কিছু প্রশ্নের সমাধান ও অনেক বাস্তব পরিস্থিতি সামলানোর পরই হয়তো রোগীদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নরওয়েতে নিয়ে আসা সম্ভব হবে।

ফিলিস্তিনে সরাসরি সাহায্য পাঠানো নরওয়ের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলেও প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন। তিনি বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত। সেখানে স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সে কারণে নরওয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাজা এবং এর আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবামূলক কাজগুলো যথাসম্ভব অব্যাহত রাখা এবং মানবিক কার্যক্রম চলমান রাখতে সহায়তা করা।’

এর আগে, ফিলিস্তিনে চলমান সংকটপূর্ণ পরিস্থিতির আলোকে যুদ্ধাহতদের চিকিৎসার জন্য নরওয়ে ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশের কাছে সাহায্যের অনুরোধ পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই প্রেক্ষিতে এগিয়ে আসে নরওয়ে দেশটি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com