দিনাজপুর প্রতিনিধি।।
কোন পূর্ব ঘোষণা ছাড়াই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। পরে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে প্রতিবাদ জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অর্ধশতাধিক রোগী হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বসে জীবন বাঁচানোর জন্য ডায়ালাইসিস সেবা চালুর দাবি জানান। পূর্ব ঘোষণা ছাড়া হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সেবা প্রত্যাশীরা।
রোগীরা জানান, প্রায় ৪ মাস ধরেই হাসপাতালে ডায়ালাইসিস সেবায় বিঘ্ন ঘটছে। এখানে আগে মাত্র ৪০০ টাকা দিয়েই ডায়ালাইসিসের সুবিধা পেতো রোগীরা। কিন্তু এখানে ডায়ডলাইজার, ব্লাড লাইন, স্যালাইনসহ যাবতীয় ঔষধপত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। সর্বশেষ রেনাল কেয়ার-এসি ও রেনাল কেয়ার-বি ফ্লুইড (পানি) রোগীদের সরবরাহ করা হতো। চলতি মাসের ২ তারিখ থেকে সেটি সরবরাহেরও বিঘ্ন ঘটতে থাকে। এতদিন বাইরে থেকে রোগীর স্বজনরা এসব কিছু কিনে এনে ডায়ালাইসিস করাতেন।
এতে একজনের প্রতিবার ডায়ালাইসিস করাতে প্রায় ২৯০০ টাকা খরচ হতো। এ বিষয়ে রুবিয়া বেগম বলেন, পানি পাচ্ছি না, ডাইলাইজার পাচ্ছি না। কিছুই পাচ্ছি না। এসব না পেলে বাঁচবো না। এখন সবকিছুই বন্ধ করে দিয়েছে। কীভাবে ডায়ালাইসিস দিবো? সংসারের সবকিছুই তো শেষ হয়ে যাচ্ছে ডায়ালাইসিস করতে করতে। তাহলে কেমন করে চলবো? হরে কৃষ্ণ রায় বলেন, আমি ১২ বছর ধরে ডায়ালাইসিস করি। কিন্তু এখন এখানে ডায়ালাইসিস বন্ধ হয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার স্ত্রী ক্যান্সারের রোগী। কয়েকদিনের মধ্যে তাকে একটা ইনজেকশন দিতে হবে ঢাকায়। দাম ৪ লাখ টাকা। কি করবো বুঝতে পারছি না। সেবা না পেয়ে ডায়ালাইসিসের রোগীরা হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বসে পড়েন।
প্রায় একঘণ্টা পর রোগীদের সঙ্গে কথা বলেন পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান। তাদেরকে প্রয়োজনীয় পানি সরবরাহ করার আশ্বাস দেয়া হলে তারা পুনরায় ডায়ালাইসিস ওয়ার্ডে ফিরে যান।
এ বিষয়ে তিনি জানান, রোগীরা এসে আমার কাছে কথা বলেছেন। আমাদের ফ্লুইড শেষের দিকে। বাজারেও পাওয়া যাচ্ছে না, আমরাও কিনতে পারছি না। আমরা কষ্ট করে কিছু ম্যানেজ করেছি। বাজারে পর্যাপ্ত নাই। এগুলো দিয়ে ৪-৫ দিন যাবে বলেও মনে করেন তিনি।