পাবনা প্রতিনিধি।।
প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পাবনায় আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াডে পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি—তিন ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ী নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৯টা থেকে পাবনা জেলা শহরের সেন্ট্রাল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে শুরু হয় আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড। আনন্দ-উচ্ছ্বাসে আয়োজনে অংশ নেয় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মূলত যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে সহযোগিতায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা।
আয়োজনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান। এ সময় যক্ষ্মা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন পাবনার ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) মো. খায়রুল কবীর এবং আইসিডিডিআরবির প্রোগ্রাম অফিসার মো. জাকির হোসাইন।
উদ্বোধনী পর্ব শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। আধা ঘণ্টার পরীক্ষা পর্ব শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রশ্নোত্তর, গান, আবৃত্তি ও স্বাস্থ্য বিষয়ে বিতর্কে অংশ নেয় শিক্ষার্থীরা। এ ছাড়া দেয়াল পত্রিকার জন্য আরও নয়জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে সনদ, মেডেল ও টি-শার্ট তুলে দেন ।