নিজস্ব প্রতিবেদক।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, পরীক্ষা-নিরীক্ষা সঠিক হলে চিকিৎসার জন্য দেশের মানুষের বিদেশ যাওয়া লাগতো না। টেকনোলজিক্যাল সমস্যার কারণে একেক জায়গায় একেক ধরনের রিপোর্ট তৈরি হচ্ছে ।
বুধবার (১০ জুন) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘দেশের অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা সঠিক হলে তাদের আর বিদেশ যাওয়া লাগতো না। এখানে শুধু টেকনোলজিক্যাল সমস্যার জন্য একেক জায়গায় একেক ধরনের রিপোর্ট তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশে অনেক ভালো ডাক্তার রয়েছেন। অনেক ভালো মানের হাসপাতালও তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের ব্যাপক জনবল সঙ্কট রয়েছে। এক সময় দেখা যাচ্ছে ওই হাসপাতালের দরজা-জানলাও চুরি হয়ে যাচ্ছে। জনবল সঙ্কট দূর করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি চিকিৎসার মান অবশ্যই উন্নত করতে হবে।’
এর আগে স্বাস্থমন্ত্রী শিবচর উপজেলার ইলিয়াস অহম্মেদ ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু ক্লিনিক, শিবচর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবচর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মো. টিটু, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. মাইনুল আহসান, ঢাকা বিভাগের পরিচালক জাফরুল ইসলাম প্রমুখ ।