নতুন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউর উপাচার্যের সৌজন্য সাক্ষা
নিজস্ব প্রতিবেদক।।
সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রীর বাসভবনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিএসএমএমইউর উপাচার্য ।
এদিকে বুধবার এক শুভেচ্ছা বার্তায় বিএসএমএমইউর উপাচার্য বলেন, দীর্ঘদিন পর চিকিৎসকদের মধ্য থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদটি অলঙ্কৃত করার ফলে দেশের স্বাস্থ্যখাতের অনেক উন্নয়ন সাধিত হবে। দেশের স্বাস্থ্যখাত আরও অগ্রসর হবে।
তিনি বলেন, একজন চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় চিকিৎসক সমাজ অনেক খুশি হয়েছে। ডা. সামন্ত লাল সেন দক্ষ সংগঠক। তিনি সকলকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হবেন। তিনি স্বাস্থ্যখাতকে আরও বেগবান করবেন বলে আশা ব্যক্ত করেছেন বিএসএমএমইউর উপাচার্য।