নিজস্ব প্রতিবেদক।।
গত কয়েকদিন ধরেই দেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে। । বুধবার করোনায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ১৯ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছেন ৫ দশমিক ৩৮ শতাংশে। এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৯ শতাংশ। এই নিয়ে চলতি মাসের ১০ দিনে কখনই করোনায় শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামেনি। অথচ দীর্ঘদিন ধরেই দেশে করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত এবং সংক্রমণের হার ছিল নিম্নমুখী।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৪৫৯ জন। আর এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৭৪১টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ রয়েছে ।
৬০