দুই বছর মেয়াদি মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ  

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের দুই বছর মেয়াদি মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে  সোমবার (১৩ মে) থেকে। আবেদন চলবে ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। এ কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুন।

রোববার (১২ মে) প্রতিষ্ঠানটির প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাকাডেমিক সেশনে দুই বছর মেয়াদি (এক বছরের বাধ্যতামূলক হাসপাতাল রেসিডেন্সিসহ) এমএসসি ইন মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।’

ভর্তির যোগ্যতাঃ

আবেদনকারীকে এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে সিজিপিএ ৫ এর মধ্যে অন্তত ৩.৫ অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ফিজিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ সম্পর্কিত ডিসিপ্লিনে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিজিপিএ ৪ এর মধ্যে অন্তত ২.৭৫ থাকতে হবে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও আবেদন করা যাবে।

ভর্তির নিয়মাবলী:

আজ  সোমবার অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। আবেদনের আগে ব্যাংক ড্রাফট করতে হবে। আজ রোববার থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই পেমেন্ট করা যাবে। এ ছাড়া ১৯ জুন থেকে ২৯ জুন সকাল ৮টার মধ্যে আবেদনকারীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। একই দিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com