নিজস্ব প্রতিবেদক।।
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। থার্মোমিটারের পারদ উঠে গেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। একইসঙ্গে রাজধানীসহ দেশের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলে খবর রয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার বুলেটিনে অন্তত তিন দিনের আগে তা কমার সম্ভাবনাও দেখছে না আবহওয়া অধিদপ্তর। নতুন করে আরও ৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন ৫৬টি জেলায় মৃদু তাপপ্রবাহের তথ্য দেওয়া হয়েছিল।
গত এক সপ্তাহে মহাখালির কলেরা হাসপাতাল বা আইসিডিডিআর,বি হাসপাতালে রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে তথ্য দিয়েছে তাদের কর্তৃপক্ষ।তবে ঢাকায় উদরাময় গবেষণার আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিশুদের চেয়ে বয়স্করা বেশি আসছেন বলে অবহিত করেছেন তারা।
হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, আগে আমরা প্রতি দিন পাঁচশ রোগী পেতাম। গত এক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে সাতশ ছুঁয়ে ফেলেছে।
শুক্রবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, রোগী বাড়তে থাকায় হাসপাতালের বাইরেও সামিয়ানা টাঙিয়ে বেড তৈরি করা হয়েছে।অনবরত পাতলা পায়খানা আর বমি চলতে থাকায় ৫ বছর বয়সী ওমার আল ফারুককে বৃহস্পতিবার সকালে মহাখালীর আইসিডিডিআর,বি হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।
ওমারের মা নাজিয়া আক্তার বলছিলেন, বুধবার রাতের খাবার শেষে ঘুমানোর পর মধ্যরাতে ঘুম থেকে উঠে ওমার বমি করতে থাকে। এরপর অনবরত বমি আর পাতলা পায়খানা চলতে থাকায় তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন।সাথে পেট ব্যথাও আছে। স্যালাইন দেওয়ার পর বমি কমলেও এখন পর্যন্ত কোনো উন্নতি দেখছি না। কিচ্ছু খেতে চাচ্ছে না, বাথরুম (পাতলা পায়খানা) চলছেই। কিছু খাওয়ালেই বমি করে দেয়, স্যালাইন খুললেও বমি করে। ডাক্তার বলেছেন, পানিশূন্যতা হইছে; এটি দূর হলে না কি বমি দূর হয়ে যাবে।মনে হয় গরমের কারণে অসুস্থ হইছে। কারণ অতিরিক্ত গরম পড়ছে। বাইরেও তো কিছু খাওয়াই না।
হাসপাতালের বেডে অচেতন হয়ে শুয়ে আছেন সাজেদা বেগম। অসুস্থতার কারণে শুক্রবার সকালে তাকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সাজেদার ছেলের বউ আঁখি আক্তার বলেন, কালকে সন্ধ্যায় সুস্থ্যই ছিল। হঠাৎ রাত থেকে বমি, পাতলা পায়খানা শুরু হয়। খাবার-দাবার তো নরমালই খাইছে। গরমের কারণে অনেক অস্থির ছিল। এই গরমে ১২ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না এলাকায়।”
মিরপুরের কাজীপাড়া থেকে এসেছেন সামসুন্নাহার। তার মেয়ে সানজিদা আক্তার বলেন, “অনেক বেশি পাতলা পায়খানা আর বমি করতেছে। রাত থেকেই অসুস্থ ছিল, পরে সকালে ভর্তি করানো হয়।”
বমি আর পাতলা পায়খানা নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে হাসপাতালে ভর্তি রয়েছে নতুন বাজার এলাকার আফসানা জান্নাত।
তার মা মাকসুদা আক্তার বলেন, রাতে ভালো ছিল। সকালে উঠেই রাথরুমে যাওয়া শুরু করছে। এরপর বমি শুরু হয়ে গেল। গরম থেকে হইছে মনে হয়। রুটি, জুস ছাড়া তো বাইরে তেমন কিছু খায়নি।আগের চেয়ে একটু কমছে, তাও চলতেছে। ভারি খাবার খাইতেই চায় না। ডাবের পানি, স্যালাইন খায় খালি।
ডায়রিয়া থেকে বাঁচতে ডাক্তার বাহারুলের পরামর্শ, ফুটিয়ে পানি খেতে হবে; বাচ্চাদের খাওয়ানোর আগে মায়েরা হাতটা সাবান দিয়ে ধুয়ে খাওয়াবেন। আর অনিরাপদ খাবার এড়িয়ে চলতে হবে।অসুস্থ হলে বাসাতেই নিয়ম মেনে খাবার স্যালাইন দিতে হবে আগে।”
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।