নিজস্ব প্রতিবেদক।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে।
আর রোববার নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪’শ ৫৯ জন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ২৩২ জনের। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৮ হাজার ২৩৪ জন। এছাড়াও চলতি মাসের ১০ দিনে ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৪১ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫’শ ৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭’শ ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩’শ ৭৩ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন রোগী। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন রোগী।