নিজস্ব প্রতিবেদক।।
আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত চিকিৎসক পদে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে নিয়োগ দিয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮,০০০/- টাকা (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডা. এবিএম আব্দুল্লাহ ।
উচ্চশিক্ষায় অধ্যাপনা পেশার এই উচ্চ মর্যাদাসম্পন্ন পদবির প্রতিক্রিয়ায় ডা. এবিএম আব্দুল্লাহ গণমাধ্যমে বলেন
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম এ সম্মানে ভূষিত হলেন। অবসরগ্রহণের পরও এখন তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণায় সম্পৃক্ত থেকে আজীবন একজন অধ্যাপকের সুযোগ-সুবিধা পাবেন।
জানা গেছে, জামালপুরের ইসলামপুরে জন্ম নেওয়া প্রখ্যাত এই চিকিৎসক ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ থেকে অবসরে যান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান ছিলেন।
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ চিকিৎসাখাতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। করোনাকালে জনসচেতনতার স্বীকৃতি ‘কোভিড হিরো’ পুরস্কার পান। তিনি ‘শর্ট কেইস অব ক্লিনিক্যাল মেডিসিন’ বইয়ের জন্য ২০১৩ সালে ইউজিসি পুরস্কার পান। বাংলা একাডেমি থেকেও তাকে অনারারি ফেলোশিপ দেওয়া হয়েছে। গত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এর আগে, ২০১৯ সালের ৬ আগস্ট অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তাছাড়াও উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণার জন্য ডা. এবিএম আবদুল্লাহকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক পদবিতে ভূষিত করেন।
ডা. এবিএম আবদুল্লাহ অধ্যাপনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অর্ধডজন বই লিখেছেন। তার বই এখন দেশের বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভারত, নেপাল, ভুটান, পাকিস্তানেও বেশ জনপ্রিয় বলেও জানা গেছে।