চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলা শাখার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সদ্য প্রয়াত ডা. আব্দুল লতিফ ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সরকারি চাকুরি জীবনে সর্বশেষ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ডা. আব্দুল লতিফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএমএর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক দুলাল। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।