টিএসসিতে বাঁধনের বিনামূল্যে রক্তদান কর্মসূচী পালন

by glmmostofa@gmail.com

ঢাবি প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয় এ কার্যক্রম। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে বিকেল ৫ টা পর্যন্ত।

এ কার্যক্রমে বাঁধনের ঢাকা বিশ্ববিদ্যালয় জোন ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল ইউনিটের সদস্যরা অংশ নেন। বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম সময়ের আলোকে বলেন, আজ বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানবে এবং রক্ত দ্বারা অর্জিত বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে বাংলাদেশে রক্তের অভাবে যেন কারো মৃত্যু না হয় ।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com