‘ঝুঁকিতে কাজ করা নার্সদের জন্য আলাদা ইনসেন্টিভের বিষয়ে ভাবা হচ্ছে’

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, মুমূর্ষু রোগীর অতি আপনজন এই ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করা নার্সরা। এ ধরনের নার্সরা প্রতিদিন রোগীদের সেবা করে সদকায় জারিয়া অর্জন করছে। এ ক্রিটিক্যাল কেয়ার বা আইসিইউতে কর্মরত নার্সরা একজন কাউন্সিলর হিসেবে কাজ করবে। তাই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে জীবন ঝুঁকি নিয়ে রোগীর সেবায় কাজ করা নার্সদের জন্য আলাদা ইনসেন্টিভ প্রদানের বিষয়ে ভাবা হচ্ছে।

শনিবার  (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে আয়োজিত ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের ৩২তম থেকে ৩৬তম ব্যাচের সনদপত্র বিতরণি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদের আলাদা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে আমার প্রশাসনের সবার সঙ্গে আলাপ করে ইতিবাচক কিছু করার আশ্বাস দিচ্ছি। এমনকি যারাই আন্তরিকতার সঙ্গে ভালো কাজ করবে, অবশ্যই তাদের পুরস্কার দেওয়া হবে।

উপাচার্য বলেন, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ যারা যে বিশেষ বিষয়ে পারদর্শী তাদের সেই কাজেই রাখতে হবে। যদি এ ধরনের কারো অন্য কোথাও পদায়ন করা হয়ে থাকলে তাকে পুনরায় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা লব্ধ কাজেই ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, যে কোনো বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই । শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। না হলে প্রশিক্ষণ লব্ধজ্ঞান কোন কাজে আসবে না।

শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কারণে গত ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হয়েছি। এই নার্সরা যদি কাউন্সিলর হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে তবে আমরা আরো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com